গৌরনদী প্রতিনিধি ॥ ঢাকা বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার মাহিলাড়া নামক স্থানে গত ১৪ জুন দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গৌরনদী অটো-টেম্পু শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আজাদ খান নিহত হন। তার মৃত্যুতে অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন ৫ দিনের কর্মসূচী ঘোষনা করেন। কর্মসূচীর শেষ দিনে গতকাল সোমবার বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী অটো-টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সাত্তার হাওলাদারের সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী অটো-টেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ অহিদুল হক খান, মোঃ আলমগীর উকিল, ৬ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসাইন তুষার, গৌরনদী অটো-টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ফারুক বেপারী, সহসভাপতি মোঃ আবুল হোসেন, সহ সম্পাদক মোঃ আলী হোসেন আকন, সাবেক সভাপতি মানিক সরদার, মোঃ ছান্দু হাওলাদার, সাবেক সহ সভাপতি মোঃ হেমায়েত হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ বাবু মিয়া, ফারুক উকিল, সাংগঠনিক সম্পাদক সহিদ হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ আকবর তালুকদার, কার্যকরী সদস্য শাহজাহান সরদার, হালিম সরদার, রাজ্জাক আকন, আগৈলঝাড়া টেটম্পু সমিতির সভাপতি মহিদুল মোল্লা, সাবেক সম্পাদক এরশাদ ফকির, আজিজ মোল্লা প্রমুখ। স্মরন সভায় মৃত শ্রমিক নেতার শিশু পুত্রের হাতে অটো টেম্পু সমবায় সমিতর পক্ষ থেকে দেয়া অনুদান তুলে দেয়া হয়। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওঃ মহিউদ্দিন খান।