বরিশালে জনতা ব্যাংকের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব সংবাদদাতা ॥ জনতা ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে বুধবার সকালে রনাঙ্গণ কাঁপানো অসহায়-দুঃস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহজাহান মিয়া। সভায় প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস.এম সাদিকুর রহিম, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন ছিদ্দিকুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতলেব মাতুব্বর, সাধারন সম্পাদক অখিল চন্দ্র দাস, সমাজ সেবক বিল্টু রঞ্জন সাহা। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রহিম হাওলাদার, রমনী কান্ত সরকার, মানিক তালুকদার, সঞ্জিব কুমার, সোহেল ফকির প্রমুখ। শেষে জনতা ব্যাংক লিমিটেডের সি.এস.আর খাত থেকে এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের ৩১ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, ইউনিয়নের ১৪ জন অচ্ছল মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও অনুদানের চেক বিতরন করা হয়।