বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ও যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ উপজেলা সদর সংলগ্ন এলাকায় বুধবার রাতে মটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত ও চালকসহ অপর আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই ঢাকায় প্রেরন করা হয়েছে। নিহত কলেজ ছাত্র রেজাউল করিম জিকো (২০) বরিশাল সদর উপজেলার চরআবদানী গ্রামের বাবুল হাওলাদারের পুত্র। সে ঝালকাঠির রমজানকাঠি কৃষি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র।

আহত আরোহী সুমন (২১) জানায়, তারা পটুয়াখালীর লেবুখালী এলাকা থেকে সবুজের (২৪) ভাড়ায় চালিত মটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। রাত নয়টার দিকে সড়কের বাকেরগঞ্জ উপজেলা সদর সংলগ্ন এলাকায় পৌঁছলে অন্ধকারের মধ্যে থামিয়ে রাখা ট্রাককে সাইড দিতে গিয়ে তাদের মটরসাইকেলটি উল্টে দুর্ঘটনা কবলিত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জিকোকে চিকিৎসকেরা মৃত ঘোষনা করেন। কোতয়ালী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক সানাউল হক জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামকস্থানে ট্রাক চাপায় কালাম হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। কালাম উপজেলার মুন্ডপাশা গ্রামের জোনাব আলী হাওলাদারের পুত্র। উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকাল নয়টার দিকে রাস্তা পারাপারের সময় বরিশালগামী চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-চ-১৬-৩৪০৫) কালামকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পুলিশ চাল বোঝাই ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।