নিজস্ব সংবাদদাতা ॥ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র আশু রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার দুপুরে গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী ও কসবা মহল্লার বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা রেজাউল করিম টিটু এবং কে.এম আহসান ইমাম খায়রুলের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া-মিলাদে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। একইদিন দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ এমদাদ হোসেন হাওলাদার ও বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ খানের উদ্যোগে পৃথক ভাবে ওই দু’ইউনিয়নের বিভিন্ন মসজিদে অনুরূপ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।