আগৈলঝাড়া জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ “রুপালি মৎস্য দিচ্ছে ডাক, দরিদ্রতা ঘুচে যাক” এই শ্লোগানকে সামনে রেখে আগৈলঝাড়া এপিপির সহযোগিতায় শনিবার আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১২ পালিত হয়েছে। এউপলক্ষে সকালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সদরের প্রধান সড়কে বর্নাঢ্য র‌্যালী সদরের মাছের বাজার প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা বিআরডিবি হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আজমল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথী ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, থানাভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, এডিপি ম্যানেজার তাপস সরকার, নব সূচনা প্রকল্প পরিচালক রতন সাহা, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমূখ। র‌্যালীতে উপজেলার কর্মকর্তারা সহ ৫টি ইউনিয়নের বিভিন্ন মৎস্য সমবায় সমিতির চাষি ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় ৩ জন সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আগৈলঝাড়া জাতীয় মৎস্য সপ্তাহ পালিত