নিজস্ব সংবাদদাতা ॥ বর্ষা মৌসুমের শুরুতেই রাক্ষুসে মেঘনার গর্ভে পুরাতন হিজলার (চৌমুহনীর) বেরিবাঁধ বিলীন হয়ে গেছে। ফলে বরিশালের হিজলার উপজেলার বাউশিয়া এলাকার প্রায় আট হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এছাড়াও বাড়ি ঘরে জোয়ারের পানি প্রবেশ করার ফলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। সোমবার রাতের আধাঁরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে পানির চাপে বেরিবাঁধ ভেঙ্গে এলাকায় পানি প্রবেশ করায় আতংকিত হয়ে পরেছে ওই এলাকার জনগন। জোয়ারের পানিতে ভেসে গেছে বিভিন্ন পুকুরের কয়েক লক্ষাধিক টাকার মাছ। নষ্ট হয়ে গেছে কৃষকের বীজতলা ও শাক সবজির বাগান। ব্যাপক ক্ষতি হয়েছে ফলজ বৃক্ষের।
বেরিবাঁধ ভেঙ্গে যাওয়ায় জনগন ও স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মামুন জমাদ্দার উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ছাড়াও মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের পানির স্রোতে নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। হরিনাথপুরের টুমচর, মহিষাখোলা, পূর্বকান্দি, আবুপুর, বদরপুর, গঙ্গাপুর, ছয়াগাঁও, পুরাতন হিজলা, বাউশিয়া, ধূলখোলা লঞ্চ ঘাট এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত বছর পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন হিজলার নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করে নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও আজওতা আলোর মুখ দেখেনি।