আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞান পার্টির সদস্যসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে, উপজেলা সদরের কালীখেলা নামক স্থান থেকে আজ কবির হোসেন (২৫) নামের অজ্ঞান পার্টির এক সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। একইদিন ওয়ারেন্ট ভূক্ত মামলার পলাতক আসামী বাকাল গ্রামের নুরু ফকির, তার ছেলে হামিদুল, মনির এবং অন্য একটি মামলার জিন্নাত আলী নামে এক পলাতক আসামীকে থানা পুলিশ গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।