নিজস্ব সংবাদদাতা ॥ প্রেমিকার সাথে অভিমান করে ধারালো ব্লেড দিয়ে নিজের হাতের রগ কেটেছে প্রেমিক সাগর। এখবর জানতে পেরে প্রেমিকা হামিদা আক্তারও ধারালো ব্লেড দিয়ে নিজের হাতে রগ কেটে ফেলেছে। গুরুতর আহত প্রেমিক জুটিকে সহপাঠিরা মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর কাশিপুর হাইস্কুল এ্যান্ড কলেজে দ্বিতীয় তলার শ্রেনী কক্ষে। খবর পেয়ে বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, প্রেম ঘটিত বিষয় নিয়ে কাশিপুর হাইস্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেনীর বানিজ্য বিভাগের ছাত্র মাহমুদুল ইসলাম সাগরের সাথে একই ক্লাশের বানিজ্য বিভাগের ছাত্রী হামিদা আক্তারের প্রেমের সম্পর্ক চলে আসছিল। সোমবার সকালে তাদের মধ্যে মন-মালিন্য হয়। এতে অভিমান করে প্রেমিক সাগর ধারালো ব্লেড দিয়ে তার বাম হাতের রগ কেটে ফেলে। পরবর্তীতে প্রেমিকা হামিদা আক্তারও পার্শ্ববর্তী দোকান থেকে ব্লেড ক্রয় করে তার বাম হাতের রগ কর্তন করে ফেলে। মুর্মুর্ষ অবস্থায় প্রেমিক জুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার সার্জারী ইউনিটে ভর্তি করা হয়েছে।