বরিশালে এক বিডিআর সদস্যকে গুম করার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধার ছোট ভাই অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোঃ ফারুক হোসনে মৃধাকে (৪৫) গুম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বরিশালে এক বিডিআর সদস্যকে গুম করার অভিযোগবিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মৃধা অভিযোগ করেন, তার ছোট ভাই অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোঃ ফারুক হোসেন মৃধা নিজেদের জমির দলিলের নকল তোলার জন্য গত ১২ জুলাই সকালে গৌরনদী উপজেলার সরিকলের বাসা থেকে রওনা হয়। ওইদিন সকাল ১০ টার দিকে সে বরিশাল শহরে পৌঁছে। পরবর্তীতে ফারুক ডিসি অফিসের রেকর্ড রুম থেকে দলিলের নকল সংগ্রহ করে ওইদিন বিকেল চারটার দিকে স্ত্রী মাজেদা বেগমের সাথে মোবাইল ফোনে কথা বলে। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। অনেক খোজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন মৃধা আরো অভিযোগ করেন, উপজেলার দক্ষিন বাটাজোর গ্রামের একটি জমি নিয়ে ওই এলাকার বারেক ফকির গংদের সাথে তাদের বিরোধ চলে আসছে। এ বিরোধের কারনে প্রতিপক্ষের লোকজনে তার ভাই ফারুককে গুম করতে পারে। নিখোঁজ অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোঃ ফারুক হোসেন মৃধাকে উদ্ধারের জন্য তার পরিবারের সদস্যরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।