১০ হাজার টাকা জরিমানা – বরিশালে ১৭’শ টাকার জন্য ১৪ বছরের সাজা

নিজস্ব সংবাদদাতা ॥ নিজ হেফাজতে ১৭’শ টাকার জাল নোট রাখার দায়ে কবির হোসেন নামের এক যুবককে ১৪ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছেন বরিশালে একটি আদালত। এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় শামিম হাওলাদার নামের এক যুবককে বেখসুরখালাস দেয়া হয়েছে। সোমবার বিকেলে বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোঃ আলমগীর কবির এ রায় ঘোষনা করেন। দন্ড ও খালাসপ্রাপ্ত উভয়ই নগরীর বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা। রায় ঘোষনার সময় কবির ও শামিম আদালতে অনুপস্থিত ছিলো।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সনের ১৫ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ কবিরের বাসায় অভিযান চালায়। ওই অভিযানে নেতৃত্ব দেন তৎকালীন থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন। এ সময় কবিরের বসত ঘর থেকে ৩টি পাচ’শ টাকার এবং দুটি এক’শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। একইদিন এ ঘটনায় কবির ও শামিমকে আসামি করে এএসআই ইলিয়াস থানায় মামলা দায়ের করেন। ২০০৯ সনের ২২ নবেম্বর দু’আসামিকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার। ১২ জন স্বাক্ষীর মধ্যে ১১ জনের স্বাক্ষ্যগ্রহন শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষনা করেন।