বরিশালে অস্ত্রসহ আটক যুবকের দশ বছরের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরী থেকে র‌্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ আটক সন্ত্রাসী যুবকের ১০ বছরের কারাদন্ড দিয়েছেন ট্রাইবুনাল। মঙ্গলবার বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আলী হায়দার এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত নগরীর শীতলা খোলা আব্দুল গফুর সড়কে রতন হাওলাদারের পুত্র রনি হাওলাদার (৩২) আদালতে উপস্থিত ছিলো।

আদালত সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি নগরীর সদররোড দক্ষিনাঞ্চল গলি থেকে একটি দেশী তৈরি পিস্তল ও একটি থ্রিনট থ্রি রাইফেলের গুলিসহ রনিকে আটক করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৮এর ডিএডি আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। থানার উপ-পরিদর্শক আবু তাহের গত ২৯ ফেব্র“য়ারি মামলার একমাত্র আসামি রনি ওরফে কসাই রনিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার ২৪ জনের মধ্যে ১০ জনের স্বাক্ষ্য গ্রহন করে রায় ঘোষনা করা হয়।