উজিরপুরের চিহ্নিত মাদক সম্রাটের ছয় মাস কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার চিহ্নিত মাদক সম্রাট লিটন বেপারীকে (২৩) গতকাল রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন জানান, গতকাল রবিবার দুপুরে উজিরপুর থানা পুলিশ আধা কেজি গাঁজাসহ শিকারপুর শেরে বাংলা ডিগ্রী কলেজের সম্মুখ থেকে লিটন বেপারীকে আটক করে। লিটন ওই এলাকার বাবুল বেপারীর পুত্র। ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষী প্রমানের ভিত্তিতে ওইদিন বিকেলে লিটন বেপারীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, লিটক বেপারী শিকারপুর বন্দর এলাকার চিহ্নিত মাদক সম্রাট। ইতোপূর্বে লিটন বেপারীকে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ র‌্যাব-৮, উজিরপুর থানা পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাকে একাধিকবার গ্রেফতার করেছিল। এছাড়াও লিটনের বিরুদ্ধে উজিরপুর থানায় ছিনতাই, চুরি, চাদাঁবাজি ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। লিটনের কারাদন্ডের খবরে শিকারপুর বন্দর এলাকার সাধারন জনগনের মাঝে স্বত্তি ফিরে এসেছে।