গৌরনদীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাক ড্রাইভারসহ দু’জন জখম ॥ গ্রেফতার ২

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাকাই এলাকায় শনিবার রাতে ছিনতাইকারীদের হামলায় এক ট্রাক ডাইভারসহ দু’জন গুরুতর জখম হয়েছে। এলাকাবাসি জাহাঙ্গীর হাওলাদার ও বিকাশ নামের দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম জানান, বাকাই গ্রামের বিমল তালুকদারের বাড়িতে বেড়াতে আসা তার শ্যালক বিশ্বজিত সরকার (২৫) ওইদিন রাত সাড়ে আটটার দিকে স্থানীয় বাজার থেকে বিমলের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লালমোহনের বাড়ির সম্মুখে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা ৪/৫ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। এক পর্যায়ে হামলা চালিয়ে ছিনতাইকারীরা বিশ্বজিতের সাথে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ সময় বিশ্বজিতের ডাকচিৎকারে পথচারী বাকাই গ্রামের ট্রাক ড্রাইভার সত্যবান বাড়ৈ (৩০) এগিয়ে এসে ছিনাতাকারী জাহাঙ্গীরকে ঝাঁপটে ধরে। আত্মরক্ষার্থে ছিনতাইকারীরা সত্যবানকে এলাপাথারী কুপিয়ে জখম করে। এসময় সত্যবানের আত্মচিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে ধাওয়া করে জাহাঙ্গীর হাওলাদার (৩০) ও বিকাশ মজুমদার (২৮) নামের দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। গুরুতর আহত সত্যবান বাড়ৈকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্বজিত সরকারকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিশ্বাজিতের বোনজামাতা বিমল তালুকদার বাদি হয়ে গতকাল রবিবার গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন।