নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাবুগঞ্জের রাকুদিয়া নুতন হাট-কেদারপুর সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (১৯) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার চরসাধুকাঠী মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্র মোঃ শফিকুল ইসলাম একটি বাইসাইকেলযোগে নুতন হাট-কেদারপুর সড়কের রাহুতকাঠী এলাকায় পৌঁছলে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শফিকুল ইসলামকে চাঁপা দিলে ঘনাস্থলেই সে নিহত হয়। নিহতের বাড়ি বাহেরচর এলাকার ঘোষকাঠী গ্রামে।