নিজস্ব সংবাদদাতা ॥ অতিরিক্ত স্প্রীট পানে ঈদের দিন সকালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সরদার মোঃ আলাউদ্দিন (৪০)।
জানা গেছে, গত ১৮ আগস্ট মাহিলাড়া গ্রামের ¯প্রীট বিক্রেতা বরুন ঢাকী ও মুজাম সরদারের কাছ থেকে ¯প্রীট ক্রয় করে ওইদিন রাতে তা পান করেন সরদার আলাউদ্দিন। পৃথকভাবে দু’জনের কাছ থেকে অতিরিক্ত ¯প্রীট ক্রয়ের পর তা পান করে আলাউদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পরে। স্থানীয়রা ওই রাতেই আলাউদ্দিনকে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন (২০ আগস্ট) সকালে আলাউদ্দিন মৃত্যুরকোলে ঢলে পরেন।