নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দু’মাদকসেবীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, শুক্রবার বিকেলে পৌরসভার কসবা এলাকায় সহকারী উপ-পরিদর্শক কাওছার হোসেন শেখের নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়। এ সময় মটরসাইকেল আরোহী মাইনদ্দিন হাওলাদার (৩৫) ও নাজির আহম্মেদের (৩২) দেহ তল্লাশী করে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়। শনিবার দুপুরে তাদের দু’জনকেই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরীর কার্যালয়ে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষনা করেন।