নিজস্ব সংবাদদাতা ॥ নিজ বাসায় বসে পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে বরিশাল সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টির (জাপা) মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মীর জসিম উদ্দিনের কলেজ পড়–য়া পুত্র আলীমুদ্দিন জীম (১৮)। পারিবারিক কলহের জেরধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে নগরীর দক্ষিন আলেকান্দার নুরিয়া স্কুল সংলগ্ন কাউন্সিলরের নিজ বাসভবনে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নগরীর ইসলামিয়া কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ও কাউন্সিলর পুত্র আলীমুদ্দিন জিম দীর্ঘদিন থেকে নেশাগ্রস্থ ছিলো। এ কারনে তাকে নিজ বাসায় বন্দি (আটক) করে রাখা হতো। এনিয়ে পরিবারের লোকজনের সাথে তার বাকবিতন্ডা হয়। এর জেরধরে গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে পিতার লাইন্সেসকৃত পিস্তল দিয়ে জিম তার নিজের মাথায় ঠেকিয়ে গুলি ছোড়ে। তার মাথার ডান পাশ দিয়ে গুলি প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। আশংকাজনক অবস্থায় পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওইদিন দুপুর আড়াইটার দিকে জিম মৃত্যুর কোলে ঢলে পরে। খবর পেয়ে বিসিসির মেয়র শওকত হোসেন হিরন, কাউন্সিলরবৃন্দরা ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গতকাল শনিবার বিকেলে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান জানান, লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। এ ব্যাপারে প্রাথমিক ভাবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার কাজে ব্যবহৃত পিস্তলটি উদ্ধারের জন্য চেষ্ঠা চলছে বলেও ওসি উল্লেখ করেন। নগরীর ১৩ নং ওয়ার্ড থেকে দু’বার নির্বাচিত কাউন্সিলর মীর জসিম উদ্দিন ঠিকাদারী কাজে বর্তমানে সুনামগঞ্জে রয়েছেন। দু’পুত্র ও এক কন্যার মধ্যে জীম হচ্ছে সবার বড়।