নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামকস্থানে রবিবার সকালে বাসের চাঁপায় মোর্শেদা বেগম নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এসময় ৫টি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা ও উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পালিয়ে যাওয়া ঘাতক বাসটি আটকসহ বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
জানা গেছে, রবিবার সকাল দশটার দিকে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহি ঈগল পারিবহন উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকা অতিক্রমকালে রাস্তা পারাপাররত পথচারী মোর্শেদা বেগমকে (৩৫) চাঁপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত মোর্শেদা উজিরপুর সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন হাওলাদারের স্ত্রী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় উজিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।