নিজস্ব সংবাদদাতা ॥ “মাদককে না বলুন” শ্লোগানকে সামনে রেখে শুরু হওয়া মাদক ও নেশামুক্ত বরিশাল নগরী গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে বৃহস্পতিবার বরিশালকে মাদক মুক্ত নগরী ঘোষণা করা হয়েছে।
সিটি মেয়র শওকত হোসেন হিরন মাদক মুক্ত নগরী গড়ার লক্ষ্যে এ সভার আয়োজন করেন। বৃহস্পতিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত সভায় মেয়র শওকত হোসেন হিরন নগরবাসীর প্রতি মাদক মুক্ত বরিশাল নগরী গড়ে তোলার আহবান জানান। তার সাথে একাত্মতা প্রকাশ করে সভায় বক্তব্য রাখেন, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ, বি.এম কলেজের অধ্যক্ষ ড. ননী গোপাল দাস, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, প্যানেল মেয়র তৌহিদা ইসলাম লুনা, কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল প্রমুখ।
সভা শেষে মাদক মুক্ত নগরী গড়তে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহায়তা প্রদানের পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার জন্য মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দরা অঙ্গিকার করেন।