বরিশাল সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে বাকেরগঞ্জ থানার তিন পুলিশকে মারধর করে হ্যান্ডকাফ সহ ডাকাত সদস্যকে ছিনিয়ে নিয়ে স্বজন ও এলাকাবাসীরা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরীর হাটখোলা চিশতিয়া ময়দার মিল এলাকায় এই ঘটনা ঘটে।
স্বজন ও এলাকাবাসীর হামলায় গুরুতর আহত সহকারী উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান ও কনষ্টেবল আব্দুস সালামকে পুলিশ হাসপাতালে এবং সহকারী উপ-পরিদর্শক মো. শাখাওয়াত হোসেনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান, বাকেরগঞ্জ থানার তালিকাভুক্ত ডাকাত সদস্য ও একটি মামলার গ্রেপ্তারী পরোয়ানার আসামী মজিবুর রহমান নগরীর হাটখোলা এলাকায় অবস্থান করছে। সোর্সের এই তথ্যের ভিত্তিতে তিন পুলিশ সেখানে অভিযান করে ডাকাত মজিবরকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার সময় শতাধিক নারী-পুরুষ এমনকি শিশুরাও লাটিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। তারা তিন পুলিশকে এলাপাতারিভাবে পিটিয়ে ডাকাত মজিবরকে নিয়ে যায়।
এই খবর পেয়ে সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও মহানগরীর কোতয়ালী মডেল থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করেছে। এই ঘটনায় মামলা করা হবে বলে জানান ওসি নুরুল ইসলাম। কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক হেলালুজ্জামান জানান, ডাকাত মজিবর বাকেরগঞ্জের আব্দুর রশিদের ছেলে। নগরীর হাটখোলা এলাকার মসজিদ গলির প্রবেশমুখে চায়ের দোকান চালায় সে। মসজিদ গলির বাসিন্দা কাদের ওরফে পাগলা কাদেরের জামাতা মজিবর তার বাসায় থাকত। বাকেরগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে চিশতিয়া ময়দার মিল এলাকায পৌছুলে মজিবরের স্বজন ও এলাকাবাসী প্রতিপক্ষ গ্রুপের লোকজন মনে করে হামলা করে। তারা সাদাপোশাকের পুলিশ সদস্যকে মারধর করে ছিনিয়ে নেয় মজিবরকে।