নিজস্ব সংবাদদাতা ॥ ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আটক এক যুবক পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বরিশাল সদর উপজেলার কাশিপুরের মুখার্জীর পোল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া যুবকের কাছ থেকে হ্যান্ডকাফ ফেরত পেতে মহানগরীর বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন স্থানীয় প্রভাবশালীদের কাছে ধর্না দিচ্ছেন। ওসি শাখাওয়াত তাদের কাছে দাবি করেন ‘আসামি চাইনা-হ্যান্ডকাফ ফেরত দিন’।
প্রত্যক্ষদর্শী জামাল হোসেন জানান, মুখার্জীর পোল এলাকার ইলেকট্টনিক্স ব্যবসায়ী টিটুকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাত দশটার দিকে পুলিশ আটক করে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে নেয়ার সময় কৌশলে টিটু হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। মুন্না নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, হ্যান্ডকাফ ফেরত পেতে ওসি শাখাওয়াত হোসেন পালিয়ে যাওয়া টিটুর স্বজনসহ এলাকার প্রভাবশালীদের সহায়তা চেয়েছেন। এ সময় তিনি (ওসি) বলেন, আসামি চাই না-হ্যান্ডকাফ ফেরত দিন। মহানগরীর বিমান বন্দর থানার ওসি শাখাওযাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে টিটুর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে তল্লাশী চালানো হয়েছে। তবে কিছু পাওয়া যায়নি। হ্যান্ডকাফসহ নয় টিটু স্ব-ইচ্ছায়ই ঘটনাস্থল থেকে চলে গেছে বলেও ওসি উল্লেখ করেন।