গৌরনদীতে মাদার তেরেসার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

গৌরনদী ॥ বরিশালের গৌরনদীতে নোবেল বিজয়ী মাদার তেরেসা এমসি-র ১৫ তম মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় ওভাসানজো এসএম এমসি ইন্টারন্যাশনাল লিঃ এর উদ্যোগে কারিতাসের গৌরনদী অফিসের হলরুমে মাদার তেরেসার জীবনীর উপর আলোচনা ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। ওভাসানজো এসএম এমসি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী ক্যাথলিক ধর্মপল্লীর প্রধান পাল পুরোহীত রেভারেন্ট ফাদার লাজারুস গোমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন, কারিতাসের মাঠ কর্মকর্তা বেঞ্জামিন বৈরাগী। বক্তব্য রাখেন ওভাসানজো এসএম এমসি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এস.এম নাসির উদ্দিন  সাংবাদিক এম. আলম, গৌরনদী ক্রেডিট ইউনিয়নের এ্যসিষ্ট্যান্ট ম্যানেজার আলফ্রেড বিজয় রায়, কারিতাসের এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক প্রমুখ।