উজিরপুরের আট ক্ষুদে খেলোয়ার পেলো ইয়েসকার্ড

নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশন টেলেন্টহান্ট প্রোগ্রাম কর্তৃক বরিশালের উজিরপুরের আটজন ক্ষুদে খেলোয়ারদের জেলায় ফুটবল খেলার জন্য ইয়েস কার্ড প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার সকালে উজিরপুর ডব্লিউ.বি.ইউনিয়ন ইনষ্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বরিশাল ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোচ মনোয়ার হোসেন ময়না ও ডি.এফ.ও কোচ স্বপন দাস মাঠে উপস্থিত হয়ে ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়ারদের খেলা দেখে সরাসরি আটজন ক্ষুদে খেলোয়ারকে বাছাই করেন। বিজয়ীদের হাতে ইয়েস কার্ড তুলে দেয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আঃ হালিম হাওলাদার, উজিরপুর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন নান্টু, উজিরপুর প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক আঃ রহিম সরদার, শিক্ষক হরে কৃষ্ণ হালদার, আঃ খালেক মল্লিক, আঃ রহিম হাওলাদার, নেছারউদ্দিন প্রমুখ। ইয়েস কার্ড প্রাপ্তরা হলো-শামীম আহম্মেদ, সুমন হোসেন, পারভেজ, রানা, শাওন, নজরুল, সুপ্ত ও জাহিদ।