নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী উর্মিলা সাথী লীলা (১৫) বুধবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
মহানগরীর কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান মুকুল জানান, হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী উর্মিলা তার বাবা-মায়ের সাথে নগরীর গোড়াচাঁদ দাস রোড এলাকার হালিমা খাতুন স্কুলের পিছনের গলির জাহানারা ভিলার ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিলো। উর্মিলা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় রেজাল্ট খারাপ করায় মঙ্গলবার রাতে তার বাবা উত্তম কুমার মিস্ত্রি ও মা জয়রানী মন্ডল গালমন্দ করে। এতে অভিমান করে গতকাল বুধবার মা-বাবা কর্মস্থলে যাওয়ার সুবাধে নির্জন ঘরে উর্মিলা ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জয়রানী মন্ডল দুপুরে ঘরে এসে দরজা খোলার জন্য উর্মিলাকে ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে উর্মিলাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ উর্মিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।