দশ বিবাদীকে কারন দর্শানোর নোটিশ – বরিশালে আ’লীগের কেন্দ্রীয় নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে বরিশালের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে মামলার প্রথম ১০ বিবাদীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। বুধবার মামলাটি দায়ের করা হলেও গতকাল বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন বরিশালের প্রথম যুগ্ম জজ আদালতের বিচারক আলমগীর কবির। মামলার বাদি মুলাদী উপজেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার ইউসুফ বিবাদীদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র না মেনে মুলাদী উপজেলা কমিটি গঠনের অভিযোগ এনেছেন।

মামলার বিবাদীরা হলেন-মুলাদী উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল বারী, সহসভাপতি আব্দুস ছালাম হাওলাদার, আব্দুল মালেক, দুলাল মাহামুদ মোল্ল¬া, শফিকুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু, যুগ্ম সম্পাদক মাইনুল আহসান সবুজ ও সিদ্দিকুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন সালেহ ও মাস্টার মহিউদ্দিন বারী, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বরিশাল পুলিশ সুপার।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ জুলাই মুলাদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ছিলেন বাদি ইঞ্জিনিয়ার ইউসুফ। বাদির অভিযোগ দলের গঠনতন্ত্র উপেক্ষা করে অবৈধভাবে গত ২ সেপ্টেম্বর মুলাদী উপজেলা কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে দলের জন্য নিবেদিত যোগ্য নেতাদের সুযোগ দেয়া হয়নি। তাই ওই কমিটি বাতিল ও কমিটির সব কার্যক্রমের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করেন বাদি। বাদির আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক আদেশ দিয়েছেন এই মর্মে “কেনো এ কমিটির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না, তা অভিযোগের প্রথম ১০ বিবাদীকে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে হবে।”