গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় কৃত্রিম বন্যা – শত পরিবার পানিবন্ধী

নিজস্ব সংবাদদাতা ॥ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য একটু বৃষ্টি হলেই প্রথম শ্রেনীর বরিশালের গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকার কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে পানিবন্ধী হয়ে পরেছেন পৌরসভার প্রাণকেন্দ্র টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী মহল্লার শতাধিক পরিবার। ওইসব পরিবারের দুর্ভোগের যেন শেষ নেই। পৌরসভার ১ নং ওয়ার্ডের সুন্দরদী মহল্লার ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ লোকনাথ মন্দির, কালী মন্দিরের ভক্তরা হাঁটু সমান পানি পেরিয়ে গত এক সপ্তাহ ধরে পূজা অর্চনা করে আসছে। এছাড়া পানিবন্ধী পরিবারের শিশু-কিশোরদের স্কুল-কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত এক সপ্তাহ ধরে হাঁটু সমান পানি পেরিয়ে জলাবদ্ধতার মধ্যদিয়ে যাতায়াত করতে গিয়ে অধিকাংশ শিশুরা পানি বাহিত রোগে আক্রান্ত হয়েছে। ওই এলাকায় এখন কৃত্রিম বন্যা দেখা দিয়েছে।
 
স্থানীয়রা জানিয়েছেন, সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই ওই এলাকায় হাঁটু সমান পানি জমে তীব্র জলাবদ্ধতাসহ কৃত্রিম বন্যা দেখা দিচ্ছে। বিষয়টি দেখার যেন কেউ নেই। ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে জলাবদ্ধতার কবল থেকে রেহাই পেতে পৌর মেয়রের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। জলাবদ্ধতায় পৌরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ জানান, বিগত আমলে অপরিকল্পিত ভাবে ড্রেন, ঘরবাড়ি নির্মাণের কারনে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে পৌরবাসীর ভোগান্তি লাঘবে প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত ড্রেন নির্মাণ ও স্কুলের মাঠ ভরাটের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।