নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের চরমোনাই এলাকার চাঁদপাশা গিলাতলি এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতে শনিবার সকালে দোয়া-মোনাজাত করা হয়েছে। চরমোনাই নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটি ও এলাকার সাধারন জনগন এ ব্যতিক্রমধর্মী আয়োজন করেন।
দোয়া-মোনাজাতের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় যুবদলের কুয়েত শাখার সহসভাপতি ও নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব গাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ আনিছুর রহমান। বক্তব্য রাখেন সমাজ সেবক আব্দুল হালিম খান, কামাল উদ্দিন হাওলাদার, সৈয়দ মাহাবুুবুর রহমান প্রমূখ। বক্তরা বলেন, চরমোনাইর একাংশ ইতোমধ্যে কীর্তনখোলা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকি অংশেও ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এ ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতে আল্লাহ’র রহমত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ মাহবুবুর রহমান।