জায়গা-জমিন নিয়ে বিরোধ – গৌরনদীর মেদাকুলে সংঘর্ষে ১০ জন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামে দু’গ্র“পের মধ্যে হামলা ও সংঘর্ষে স্কুল ছাত্রীসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে ওই গ্রামের শাহনেওয়াজ সরদারের সাথে প্রতিবেশী সিরাজ বেপারীর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। উভয় পক্ষের সার্ভেয়ার বৃহস্পতিবার বাড়ি মেপে সীমানা নির্ধারন করে দেয়। শুক্রবার সকালে সিরাজ বেপারী সীমানা সরিয়ে পিলার তুলে ফেলে। এ নিয়ে ওইদিন বিকেলে শাহনেওয়াজ সরদার প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শাহনেওয়াজ সরদার, শিরিয়া বেগম, স্কুল ছাত্রী ইতি খানম, স্কুল ছাত্র হিরন সরদার, রিয়াজ সরদার, প্রতিপক্ষ সিরাজ বেপারী, রবিউল বেপারী, ইমামুল বেপারী, মায়া বেগমসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত ৫ জনকে গৌরনদী ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।