ষ্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সাঈদ এসকেন্দারের মৃত্যুতে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া-মিলাদে গৌরনদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ গোলাম হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ফকির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিক চোকদার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জামাল হাওলাদার।
বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সুমন সরদার, জেলা উত্তর বাস্তুহারা দলের সদস্য সচিব মোঃ জাকির কবিরাজ, পৌর বাস্তুহারা দলের সভাপতি বাপ্পী, শ্রমিক দলের মহিউদ্দিন খন্দকার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, উপজেলা স্বেচ্চা সেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহজাদা শরীফ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আনিচ ফকির, টিটু ফকির, উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ কমল খান, উপজেলা ছাত্রদল নেতা শরীফ মোঃ জসিম উদ্দিন, মিজানুর রহমান, রেজাউল আকন, পৌর ছাত্রদল নেতা আসিফ ইকবাল, আরিফ মৃধা, কলেজ ছাত্রদল নেতা আসিক তালুকদার, জুলহাস সরদার, শাওন সরদার প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মোঃ তুরজাউন খন্দকার।