বরিশালে দু’দিনব্যাপী তথ্য মেলা ২০১২ শুরু

নিজস্ব সংবাদদাতা ॥ ‘আইন ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য কমিশনের কার্যকর ক্ষমতার প্রয়োগ নিশ্চিত করতে হবে’-শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার থেকে বরিশালে শুরু হয়েছে দু’দিনব্যাপী আন্তর্জাতিক তথ্য জানা অধিকার দিবসের মেলা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় ও সচেতন নাগরিক কমিটির (সনাক) এ মেলার আয়োজনে করেন। সকাল সাড়ে দশটায় অশ্বিনী কুমার টাউন হলে দু’দিনব্যাপী মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও বরিশাল প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তথ্য অবাধ হলে দুর্নীতি কমে আসবে। তবে বেশীরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ নেই। এজন্য মেলার এই কার্যক্রম সাধারণের মাঝে পৌঁছে দিতে হবে। তাই বছরে একবার নয়; একাধিকবার মেলা আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। দু’দিনব্যাপী এ মেলায় সিটি কর্পোরেশন, স্বাস্থ্য, কৃষি, ডাক বিভাগ, পুলিশ প্রশাসনসহ বেসরকারী সংস্থার ১৮টি স্টল অংশগ্রহন করেন। মেলা উপলক্ষে নাটক, প্রামাণ্যচিত্র ও জারি গানের আয়োজন করা করা হয়েছে।