বরিশালে ছেলেকে হত্যার দায়ে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের চাঞ্চল্যকর স্কুল ছাত্র সাগর হত্যা মামলায় তার (সাগরের) পিতা-মাতা ও খালার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে বুধবার নগরীর স্কুল ছাত্র সাগর হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়। আদালতের বিচারক একেএম সলিমউল্লাহ আসামিদের অব্যহতি পাওয়ার আবেদন নাকচ করে ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পাঠ করে শুনানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সনের ১১ সেপ্টেম্বর রাতে নগরীর কাউনিয়া ক্লাব রোডের নিজ ঘরে খুন হয় জিলা স্কুলের নবম শ্রেনীর ছাত্র রাশেদুল ইসলাম সাগর। এ ঘটনায় পরেরদিন অজ্ঞাতনামা আসামি করে মেট্টোপলিটন কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য নিহত সাগরের পিতা গোলাম রহমান, মা শিউলি ইয়াসমিন ও খালা কাজল বেগমকে আটক করে পুলিশ। চাঞ্চল্যকর এ মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় কাউনিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল্ল¬াহকে। তিনি হত্যার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হওয়ায় মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়। ডিবির পরিদর্শক রেজাউল ইসলাম তদন্ত শেষে হত্যার সাথে সাগরের মা, বাবা ও খালার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে চলতি বছরের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আগামি ১৪ অক্টোবর স্বাক্ষ্য গ্রহনের জন্য দিনধার্য করে পাঁচ স্বাক্ষীর বিরুদ্ধে সমন জারি করার নির্দেশ দিয়েছেন।