গৌরনদীতে বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাল্য বিবাহ প্রতিরোধে প্রয়োজন সামাজিক আন্দোলন শীর্ষক ক্যাম্পেইন গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে বেসরকারী মানবিক সংস্থা স্পিড ট্রাস্ট এর সহযোগীতায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাঘার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক শচীন্দ্রনাথ কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও উপজেলা যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু।

বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মেহেদী হাসান চঞ্চল চৌধুরী, দৈনিক মতবাদ এর গৌরনদী প্রতিনিধি আমিন মোল্লা, বাঘার সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য অশোক চক্রবর্তী, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন সরদার, ইউপি সদস্য চাঁনমনি দেওয়ান, স্পীড ট্রাস্ট গৌরনদীর ফোকাল পার্সন সৈয়দা আফিফা তানিয়া, মোঃ হাফিজ মাহমুদ, কমল মাঝি, সঙ্গীত শিকদার প্রমূখ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈকত গুহ পিকলু বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের প্রয়োজন সামাজিক আন্দোলন এবং অবিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করা। বাল্য বিবাহ প্রতিরোধে বিবাহ রেজিষ্টার ও পুরোহিতদেরকে সচেতন হতে হবে। তারা যেন পাত্র পাত্রীর জন্মসনদ ব্যতিত বিবাহ সম্পন্ন না করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন এবং বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী বের করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাহাতাব হোসেন।