নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর প্রথমবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে দ্বিতীয় দফায় রেজিস্ট্রেশন ফি সহ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় কলেজের শিক্ষকেরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্ঠাকালে একছাত্র আহত হয়েছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মাহিলাড়া ডিগ্রী কলেজের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর প্রথমবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় রেজিস্ট্রেশন ফি সহ অন্যান্য অতিরিক্ত ফি ধার্য্য করে। এ অতিরিক্ত ফি দিতে অপরাগতা প্রকাশ করে শিক্ষার্থীরা কলেজের শিক্ষকদের কাছে আবেদন করে ব্যর্থ হয়। পরবর্তীতে কলেজ শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে কলেজ ক্যাম্পানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী সোহাগ হাওলাদার, অভি, রাজু, রাসেল, শাহিন, পিয়াস, নাঈম, হুমায়ুন, জালিস, দ্বিপক, কেয়া হালদার, সীমা সরকার প্রমূখ। বক্তরা অবিলম্বে তাদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত সহ কলেজের অধ্যক্ষ ও গবনিং বডির সভাপতির সিন্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। কলেজের শিক্ষকেরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্ঠা চালায়। এসময় কলেজের কলাবসিবল গেটের সাথে স্ব-জোরেধাক্কা লেগে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে উল্লেখিত বিষয়ে মাহিলাড়া ডিগ্রী কলেজ গবিনং বডির অভিভাবক সদস্য ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র কাছে অভিযোগ দায়ের করেন।
চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে কলেজে গিয়ে শিক্ষকদের কাছে উল্লেখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজের শিক্ষকেরা কোন সদূত্তর দিতে পারেনি। কলেজ কর্তৃপক্ষ শুধু গবনিং বর্ডির সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ফি ধার্য্য করার বিষয়টি জানিয়েছেন। চেয়ারম্যান পিকলু বলেন, আমিও তো ম্যানেজিং কমিটির একজন সদস্য। এ অতিরিক্ত ফি ধার্য্য করার বিষয়ে আমি কিছুই জানিনা। কলেজ কর্তৃপক্ষ গবনিং বডির সভাপতির সম্মতিতেই অতিরিক্ত ফি’র টাকা ধার্য্য করার বিষয়টি জানিয়েছেন। চেয়ারম্যান কলেজ কর্তৃপক্ষের বক্তব্যের তীব্র প্রতিবাদ করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন।