গৌরনদীতে খালেদা জিয়ার আগমনের চারটি শুভেচ্ছা তোরন ভাংচুর করেছে ছাত্রলীগ কর্মীরা

নিজস্ব সংবাদদাতা ॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ৯ অক্টোবর বরিশালে সাংগঠনিক সফরে আসছেন। তার আগমন উপলক্ষে দলীয় উদ্যোগে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী এলাকায় নির্মানাধীন চারটি শুভেচ্ছা তোরন সোমবার বিকেলে ছাত্রলীগ কর্মীরা ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু অভিযোগ করেন, খালেদা জিয়ার বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মহাসড়কের বরিশালের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভূরঘাটা ও টরকী বন্দর এলাকায় জেলা উত্তর যুবদলের উদ্যোগে দুটি তোরন নির্মান করা হয়। সোমবার বিকেলে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা মটরসাইকেল মহড়া নিয়ে তোরন দুটিতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। একইভাবে গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলা যুবদলের সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপনের উদ্যোগে নির্মিত একটি ও জেলা উত্তর বিএনপির সহসভাপতি লোকমান হোসেন খানের উদ্যোগে মাহিলাড়া বাসষ্ট্যান্ডে নির্মিত আরেকটি তোরন ভাংচুর করেছে ছাত্রলীগ কর্মীরা।

তোরন ভাংচুরের সাথে ছাত্রলীগ কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া বলেন, বিএনপির অভ্যন্তরীন কোন্দলের জেরধরে তাদের নিজ দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তোরন ভাংচুর করে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভাংচুরের ঘটনার সাথে ছাত্রলীগ কর্মীরা জড়িত নেই বলেও তিনি উল্লেখ করেন।