গৌরনদীতে সাংবাদিকের ভাইয়ের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও গৌরনদীর একমাত্র মুখপত্র সাপ্তাহিক আলোকিত সময়ের ব্যবস্থাপনা সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লবের ভাই ম্যাক্সিম পাল্টিপারপাস কোম্পানী লিমিটেডের গৌরনদী উপজেলা অফিসের মাঠকর্মী শংকর সরকারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতী দিয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন, সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ আহছান উল্লাহ, সাংবাদিক আমিন মোল্লা, খোকন আহম্মেদ হীরা, তৌহিদী মাহমুদ তুহিন, সঞ্জয় কুমার পাল, এম.আলম, মনীষ চন্দ্র বিশ্বাস, উত্তম দাস, এইচ.এম সুমন, সৈয়দ নকিবুল হক, দেলোয়ার সেরনিয়াবাত, প্রেমানন্দ ঘরামী, এইচ.এম খায়রুল, তারিকুল ইসলাম দিপু, কাজী মুরাদ, রফিকুল ইসলাম সবুজ, নাসির উদ্দিন সৈকত, এনায়েত হোসেন মুন্না প্রমুখ। উল্লেখ্য, একই কোম্পানীর আগৈলঝাড়া অফিসের সহকারী ম্যানেজার বেল্লাল হোসেন খানের সাথে গৌরনদী অফিসের শংকর সরকারের অফিসিয়াল দ্বন্ধ চলে আসছিলো। এরজেরধরে শংকরের সাথে বেল্লালের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরধরে ২৬ সেপ্টেম্বর রাতে গৌরনদী বন্দরে বসে বেল্লালের আত্মীয়-স্বজনেরা পূর্বপরিকল্পিত ভাবে শংকরের ওপর হামলা চালায়। হামলাকারীরা শংকরকে হাতুরি পেটা করে গুরুতর জখম করে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় শংকরকে উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শংকরের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।