আগৈলঝাড়ায় পাউবো’র ঘের লিজ নেয়াকে কেন্দ্র করে উত্তেজনা ॥ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

প্রতিপক্ষরা লিজ নেয়ার জন্য সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সমিতির লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ১৫ জন সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ করেন। অভিযোগে যাদের স্বাক্ষর নেয়া হয়েছে তাদের মধ্যে অনেকে স্বাক্ষরই জাল রয়েছে বলে জানাগেছে। গতকাল শুক্রবার ওই সমিতির সভাপতিসহ ৬৬ সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগে জানাগেছে, অবৈধভাবে কালুরপাড় গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ৩ একর ৯০শতক ঘেরের লিজ নেয়ার পায়তারা চালাচ্ছে বরিশাল পাউবোর ৩য় শ্রেণীর কর্মচারী জয়নাল আবেদীন খান। সমিতির সদস্যদের প্রতিপক্ষরা হুমকী ধামকী দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া যায়। একারণে সুফলভোগী মৎস্যচাষ সমবায় সমিতির সভাপতি অরবিন্দু হালদার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার বাদী হয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ ও জেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেনকে বিবাদী করে ১৪ জুন বরিশাল জজ কোর্টে একটি মামলা দায়ের করেন, নং-৫৯(১৪/০৬/২০১০)। শুনানী শেষে আদালত ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বিবাদীদের নির্দেশ দেন। এব্যাপারে নির্বাহী প্রকৌশলী হারুন-অর রশিদ জানান, মামলা হয়েছে আমার জানানেই। আমি কোন নোটিশ পাইনি। লিজ নেয়াকে কেন্দ্র করে এলাকায় দু’গ্র“পে বিভক্ত হয়ে পরেছে। এলাকায় সদস্যদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।