আর্কাইভ

আগৈলঝাড়ায় কেন্দ্রীয় দুর্গাপূজা উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা ২০১২

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগের সর্বোচ্চ পূজা মন্ডব আগৈলঝাড়া উপজেলায় শুক্রবার সকালে কেন্দ্রীয় দুর্গাপূজা উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কেন্দ্রীয় দুর্গা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুনীল বাড়ৈর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী রানী সরকার। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, প্রফুল্ল সরকার, আভা রানী মুখার্জী, যতীনময় বৈরাগী, এনজিও কর্মকর্তা সজল দত্ত, রবিন্দ্রনাথ হালদার, রমনী কান্ত সরকার, অমিয় চৌধুরী, অনিমেশ মন্ডল, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, তপন সরকার প্রমুখ। উপজেলায় চলতি বছর তিনটি পূজা মন্ডব বৃদ্ধি পেয়ে ১৪১টিতে উন্নীত হয়েছে।

আরও পড়ুন

Back to top button