নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামের এক ব্যবসায়ী পরিবারের তিন সদস্যকে শনিবার রাতে অজ্ঞান করে নগদ অর্থসহ সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, ওই গ্রামের হিরালাল বৈদ্যর বাড়িতে শনিবার রাতের খাবারের সাথে দুস্কৃতকারীরা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। রাতে ওই খাবার খেয়ে হিরালাল বৈদ্য (৬০), স্ত্রী শীতা বৈদ্য (৪০), পুত্র আকাশ বৈদ্য (১২) অচেতন হয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। গতকাল রবিবার সকালে বাড়ির লোকজনে পরিবারের তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করেন।