আগৈলঝাড়ায় বিএনডিএন’র বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া সংবাদাতা ॥ আগৈলঝাড়ায় গত বুধবার দিনব্যাপী উপজেলা বিআরডিবি হলরুমে স্থানীয় এনজিও বিভিডিও-র উদ্যোগে বিএনডিএন-র ব্যবস্থাপনায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ২০জন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়ুথ ফোরাম ও উপজেলা জিসিএ কমিটির ১২জন সদস্যদের নিয়ে এক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় আলোচনা করেন বিএনডিএন প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুকুমার মিত্র, প্রশিক্ষক ওয়াহিদা রহমান মুক্তি। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. শাহজাহান ফকির, মুক্তিযোদ্ধা আহমদ আলী জালাল, শিক্ষক লক্ষণ চন্দ্র বৈরাগী, সাংবাদিক ও সমাজসেবক অপূর্ব লাল সরকার, ফেরদৌস মোল্লা বাবু, সমাজসেবক হরেকৃষ্ণ রায় পলাশ, মো. ফারুক আকন, ইমাম মো. আলাউদ্দিন ফকির, এনজিও কর্মী অনুকূল বাড়ৈ, এডওয়ার্ড পান্ডে প্রমুখ।

সভায় আগামী ১৭ ও ১৮ অক্টোবর ২দিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে প্রশাসন, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থী ও পুরোহিতদের নিয়ে এক ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে মুক্তিযোদ্ধা আহমদ আলী জালালকে আহ্বায়ক ও সাংবাদিক অপূর্ব লাল সরকারকে সদস্য সচিব করে একটি প্রস্তুতি কমিটি গঠিত হয়।