বিশেষ প্রতিনিধি ॥ সরকারি অনুমোদনের আগেই শনিবার সকালে গৌরনদী ২৪ ডটকম নামের বরিশালের গৌরনদীর একটি অনলাইন দৈনিক পত্রিকার উদ্বোধন করলেন বরিশাল-১ আসনের সাংসদ এ্যডভোকেট তালুকদার মোঃ ইউনুস। অপরদিকে প্রেসক্লাব সভাপতিকে অবমূল্যায়ন করায় ২২ সদস্যের গৌরনদী প্রেসক্লাবের ১৮ জনই বর্জন করেছেন ওই অনুষ্ঠানটি। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
জানাগেছে, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির সম্প্রতি একটি অনলাইন দৈনিক পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহন করেন। পত্রিকাটি প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করে শনিবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির যাত্রা শুরু করা হয়। অনলাইন পত্রিকা প্রকাশের জন্য ইতোপূর্বে এ দেশে সরকারী কোন নীতিমালা তৈরী হয়নি। বর্তমান সরকার সম্প্রতি একটি নীতিমালা তৈরী করেছেন। যা জাতীয় সংসদ ও সরকারের মন্ত্রী পরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আগেই বরিশাল-১ আসনের সাংসদ এ্যডভোকেট তালুকদার মোঃ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৌরনদী ২৪ ডটকম নামের ওই অনলাইন দৈনিক পত্রিকাটি উদ্বোধন করলেন।
অপরদিকে গৌরনদী প্রেসক্লাবের একজন সাবেক সভাপতি হয়েও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জহুরুল ইসলাম জহির গৌরনদী প্রেসক্লাব ভেন্যুতে করা ওই অনুষ্ঠানে প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইত্তেফাক সংবাদদাতা মোঃ জামাল উদ্দিনকে অতিথি না করায় ক্ষুব্দ হন প্রেসক্লাবের সাধারন সদস্যরা। প্রেসক্লাব সভাপতিকে অবমূল্যায়ন করার অভিযোগ এনে ২২ সদস্যের গৌরনদী প্রেসক্লাবের ১৮জন সদস্যই ওই অনুষ্ঠানটি বর্জন করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে এ নিয়ে স্থানীয় প্রশাসনসহ এলাকার সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। ঘটনা শুনে অনেকেই বিষয়টি নিয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন এবং অনুষ্ঠানের আয়োজনকারীদের ধিক্কার জানান।