বরিশালে দূর্গাৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার ॥ যথাযথ ধর্মীয় ভামগম্ভীযের মধ্যদিয়ে বরিশালে শারদীয় দুর্গাৎসব পালন উপলক্ষে আজ রবিবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়েছে।

এ বছর বরিশাল নগরীতে সার্বজনীনভাবে ২৫ ও ব্যক্তিগত ৯টি এবং সিটির বাইরের উপজেলাগুলোতে ৪৭৭টি পূজা মন্ডপে দূর্গাৎসব অনুষ্ঠিত হবে। সভায় আযানের পূর্ব মুহুর্তে মন্ডপগুলোর মাইক বন্ধসহ বাঙ্গালি সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ন গান ও নৃত্য পরিবেশনের অনুরোধ জানানো হয় পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দদের। এ ছাড়া পূজায় ঝুকিপূর্ন পূজা মন্ডপগুলোতে বিশেষ নজরদারি, যানজট নিরসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন এবং বখাটেদের প্রতিরোধের জন্য অতিরিক্ত পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার ঘোষ, সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র দাস, মহানগর সভাপতি এ্যাডভোকেট সুভাষ কুমার দত্ত, সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র দে নারু প্রমুখ।