স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে একনিষ্ঠ ভাবে ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ডে ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার ও তথ্য প্রযুক্তি সেবা দিয়ে অল্পদিনে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
ফলশ্র“তিতে গত বরিবার দুপুরে মাহিলাড়া ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শনে করেন মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সিস্টেম এ্যানালিষ্ট মোঃ গোলাম মোস্তফা। তিনি মাহিলাড়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের মধ্যে একমাত্র মাহিলাড়া ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রটি-ই পূর্নাঙ্গ রূপে চলছে। তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে গ্রাম-গঞ্জের সাধারন মানুষও এর সেবা পেয়ে থাকে। আর এ ধারা অব্যাহত থাকলে গ্রামের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। এ সময় মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সিস্টেম এ্যানালিস্টের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশালের সহকারী প্রোগ্রামার চৌধুরী মোঃ শওকত হোসেন, সহকারী প্রোগ্রামার মোঃ শাকিল আহ্মেদ, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাহ্তাব হোসেন, মাহিলাড়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ হাসান সরদার ও নুপুর বেপারী প্রমূখ।