আশোকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী স্কুল শিক্ষককে জীবন নাশের হুমকি

গৌরনদী অফিস ॥ গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল হোসেনকে একাধিক মোবাইল ফোন থেকে একাধিকবার ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ জীবন নাশের হুমকি দিয়েছে। জীবন নাশের হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে গৌরনদী থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।

সাধারন ডায়রী সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার আশোকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল হোসেনকে গত দুই মাস থেকে  প্রায়ই তার (জামালের) ব্যক্তিগত মোবাইল ফোনে ০১৭৬৬৮১৮৫৭২ নম্বর থেকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

গত ১৭ অক্টোবর রাত ১১.৪০ মিনিটে ০১৭২৮৫৩০২৪৫ এবং কিছু সময় পর ০১৬৮২৬১২৯৬৭ ও রাত ১১, ৫৭ মিনিটে ০১৭৪৩৭৩৭২১৫ নম্বর মোবাইল থেকে তার নম্বরে ফোন দিয়ে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে জীবন নাশের হুমকি দেয়। এ সময় ফোনে স্কুল শিক্ষক জামালকে জানানো হয়, “তোকে হত্যা করার জন্য দুই লক্ষ টাকায় কন্টাক্ট করা হয়েছে, তুই মৃত্যুর জন্য তৈরী হয়”।

এ ঘটনায় শনিবার গৌরনদী থানায় একটি সাধারন ডায়রী করা হয়। ওই স্কুল শিক্ষককে মোবাইল ফোনে হুমকি অব্যাহত রয়েছে। হুমকির মূখে ওই স্কুল শিক্ষক আতঙ্কে রয়েছে। পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছে।