নিজস্ব সংবাদদাতা ॥ পরিবেশের ক্ষতিসাধনের জন্য বরিশালের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার দু’টি ইটভাটা মালিককে আট লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এছাড়াও ইটভাটা দুটির উৎপাদন বন্ধ রাখাসহ বিষখালী নদীর মোহনায় ভরাট করা মাটি, বালু ও পাথর ২৮ অক্টোবরের মধ্যে অপসারনের নির্দেশ দেয়া হয়েছে।
পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনের ভিত্তিতে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী এই নির্দেশ দিয়েছেন। পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে গতকাল সোমবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। জরিমানা দেয়া ইট ভাটা দুটি হলো- মেসার্স বাসার এন্টারপ্রাইজের স্টোন ব্রিকস ও মেসার্স শায়লা এন্টারপ্রাইজের আরএসবি-২।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আরএসবি-২ ব্রিকস পরিবেশ অধিদফতরের অবস্থানগত ছাড়পত্র না নিয়ে তৈরি করা হয়েছে। ভাটা মালিক বিষখালী নদীর মোহনায় ৫’শ বর্গফুটস্থান বানিজ্যিকভাবে ব্যবহারের জন্য ভরাট করেছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বিঘিœত ও আয়তন সংকুচিত হয়ে জীব বৈচিত্র্য ধ্বংস এবং মৎস্য সম্পদ ক্ষতি করেছে। এ কারনে পরিবেশ ও প্রতিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয় গত ১৮ অক্টোবর জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এই জরিমানার টাকা পে-অর্ডারের মাধ্যমে পরিবেশ অধিদফতরের মহা-পরিচালকের বরাবরে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে এই নির্দেশ না মানা হলে ইটভাটার সকল স্থাপনা উচ্ছেদ ও মালামাল জব্দ করে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই অপরাধে স্টোন ব্রিকসের মালিককে জরিমানা করা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার টাকা। তাকেও একই নির্দেশ দেওয়া হয়েছে।