স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান গোলাম সরোয়ার ফারুকের ভাই, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামীলীগ নেতা গোলাম ফরহাদ মিয়া (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে আশোকাঠী মহল্লার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার দুপুরে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্ আলম খান, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, আ’লীগ নেতা কালিয়া দমন গুহ, গোলাম হেলাল মিয়া, দৈনিক জনকন্ঠের বরিশাল জেলা প্রতিনিধি, সাপ্তাহিক আলোকিত সময় ও অনলাইন গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক দেলোয়ার সেরনিয়াবাত গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।