নিজস্ব সংবাদদাতা ॥ সাম্প্রদায়িক সম্প্রতি অক্ষুন্ন রাখতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। যেকারনে রামু, কক্সবাজার ও উখিয়ার ঘটনার নীলনকশাকারীরা তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি। শারদীয় দূর্গা পুজায় আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারিতে কোথাও কোনপ্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। জীবন দিয়ে হলেও আ’লীগ নেতা-কর্মী ও সমর্থকদের এ সম্প্রতির ধারা অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দ্বিতীয় দফায় বরিশাল বিভাগের সর্বচ্চো পূজা মন্ডব আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন এমপি ইউনুস। ওইদিন রাত বারোটার দিকে রতœপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক অরুন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরদার, থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুনিল কুমার বাড়ৈ। বক্তব্য রাখেন সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল কান্তি মন্ডল, কৃষ্ণকান্ত সমাদ্দার, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ বিষয়ক সম্পাদক অসিম বৈদ্য প্রমুখ। একইদিন রাতে বরিশালের ডিআইজি ডাঃ আব্দুর রহিম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, গৌরনদী সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, ওসি আবুল কালাম গৌরনদীর বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন।