আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠিতে বোমা ফাঁটিয়ে বিএনপি নেতা অধ্যাপক আকন কুদ্দুসুর রহমানের ব্যানারে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা ॥ মধ্যরাতে পর পর দুটি শক্তিশালী বোমা ফাঁটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে বিএনপি নেতার পক্ষে ঝুঁলানো চারটি ডিজিটাল ব্যানার ও ৫টি ফেস্টুনে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের প্রত্যন্ত মোহনকাঠী এলাকায়।

রত্নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রিপন মৃধা জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক ও বরিশাল-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আকন কুদ্দুসুর রহমানের পক্ষে এলাকাবাসিকে ঈদ ও শারদীয়া দুর্গা পুজার শুভেচ্ছা জানিয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুতপূর্ণ এলাকায় অসংখ্য ডিজিটাল ব্যানার ও ফেস্টুন ঝুঁলানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ৩/৪টি মটরসাইকেলযোগে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ইউনিয়নের মোহনকাঠী কলেজ সংলগ্ন এলাকায় ঝুঁলানো চারটি ডিজিটাল ব্যানার ও ৫টি ফেস্টুনে অগ্নিসংযোগ করে। এসময় সন্ত্রাসীরা ওই এলাকায় শক্তিশালী দুটি হাত বোমা বিস্ফোরন করে এলাকায় আতংকের সৃষ্টি করে।

আগৈলঝাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, বিএনপি নেতাদের কাছ থেকে তিনি বিষয়টি শুনেছেন। তিনি আরো জানান, বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারনে প্রতিপক্ষের লোকজনে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।