বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার। নগরীর মোট ২২টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষায় ৬৬৫ টি আসনের বিপরীতে ১৭ হাজার ৯৯০ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে। সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ক, খ ও গ ইউনিটের পরীক্ষা এবং  বিকেল ৩ টায় ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের (বাংলা, ইংরেজী, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, মাকেটিং ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউটিং এন্ড ইনফরমেশন সিস্টেম, গনিত এবং সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স) ৬৬৫টি আসন রয়েছে। আর এ ৬৬৫ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহন করবেন ১৭ হাজার ৯৯০ জন শিক্ষার্থী। এরমধ্যে ‘ক’ ইউনিটের ১২৫ আসনের বিপরীতে ২ হাজার ৩৮৮ জন, ‘খ’ ইউনিটের ২৪৭ আসনের বিপরীতে ৪ হাজার ৪১৮ জন, ‘গ’ ইউনিটের ১৭৪ আসনের বিপরীতে ৭ হাজার ৩৪৭ এবং ‘ঘ’ ইউনিটের ১১৯ আসনের বিপরীতে ৩ হাজার ৮৩৭ জন শিক্ষার্র্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করবেন।