নিজস্ব সংবাদদাতা ॥ এ্যাচিভমেন্ট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের বরিশালের গৌরনদী অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শরীয়া ভিত্তিক কর্মদক্ষতা উন্নয়ন, বিনিয়োগ ব্যবস্থা ও আমনত সংগ্রহের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা গতকাল শনিবার অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আকতারুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চীফ এ্যাডভাইজার মোঃ ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভাইজার এনামুল হক শামীম। বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার নুরুল ইসলাম চৌধুরী, মোঃ মাসুদ মিয়া, সেলিম শরীফ প্রমূখ। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।