বরিশাল শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষার্থী কমেছে

আহমেদ জালাল, বরিশাল ॥ বরিশাল শিক্ষাবোর্ডে জুনিয়র সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর অর্থাৎ রোববার পরীক্ষায় অংশ গ্রহন করেছে ৮৫ হাজার ৪শ২২ জন। এর মধ্যে ছাত্র ৪১ হাজার ২৭৬ জন এবং ছাত্রী ৪৪ হাজার ১শ৪৬ জন। গত বছরের ৯৮ টি কেন্দ্রের পরিবর্তে এবার ১২ টি বাড়িয়ে ১শ১০ টি করা হয়েছে।

বরিশাল শিক্ষাবোর্ড সুত্র জানায়, বিভাগের মধ্যে বরিশাল জেলায় সর্বাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। বরিশাল জেলা থেকে এবার ২৮ হাজার ৯৫১ জন, ঝালকাঠীতে ৮ হাজার ২৪৮ জন, বরগুনায় ৯ হাজার ১৮৬, পিরোজপুরে ১২ হাজার ৫৭৫জন, ভোলায় ১২ হাজার ১১৯ জন এবং  পটুয়াখালীতে ১৪ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। প্রসঙ্গত: গত বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮৫ হাজার ৫শ২৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।

বরিশাল শিক্ষাবোর্ডে  জেএসসি পরীক্ষার্থী কমেছে